বাণী ডেস্ক:
সাবেকনছাত্রলীগ নেতা সাইফ উদ্দিন খুনের অন্যতম সহযোগী নয়নকে গ্রেফতার করেছে কক্সবাজার কক্সবাজার সদর মডেল থানা পুলিশ পুলিশ।
পেশাগত কাজে কোন ভিলেনের কাছে আপোষহীন দায়িত্বপরায়ন দেশপ্রেমিক কক্সবাজারের ইতিহাসে নজীরবিহীন ষড়যন্ত্রের শিকার এসপি মাহফুজ ও উর্ধতন কতৃপক্ষের নির্দেশে পুলিশের চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন।
সদর মডেল থানার ওসি(তদন্ত) মোহাম্মদ নাজমুল হুদার নেতৃত্ব অভিযানিক পুলিশ টিম শহরের পাহাড়তলী থেকে উক্ত নয়নকে আটক করতে সক্ষম হয়।
কক্সবাজারবাণীকে পুলিশ জানায়, আটক নয়নকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত তার ৩দিনের রিমান্ড মঞ্জুর করে।
গোপন সুত্র জানায়,এই নয়ন খুনি আশরাফুলের সঙ্গে ঘটনার দিন হলিডের মোড়ে হোটেল সানমুনে যায়। পরে সে হোটেলটির নিচে অপেক্ষা করে সাইফুদ্দীনকে খুন না করা পর্যন্ত হোটেলের বাইরে অবস্থান করে।
পরে আশরাফুল সাইফ উদ্দিনকে
হত্যার পর বেরিয়ে পড়লে নয়ন ঠান্ডা মাথায় সটকে পড়ে ফেইসবুকে মায়াকান্না শুরু করে স্ট্যাটাস দিয়ে সাইফুদ্দীন হত্যাকান্ডের বিচার দাবী করে।
বিস্তারিত জানতে চোখ রাখুন
www.coxsbazarbani.com