• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে পাহাড় ধস : পৃথক ঘটনায় মা-শিশুসহ ৬ জনের মৃত্যু বৃষ্টি বিপর্যস্ত কক্সবাজার,হোটেল কক্ষে বন্দি পর্যটকরা; পাহাড় ধসে দুই পরিবারের ছয়জনের মৃত্যু এখন থেকে কক্সবাজারে কোনো পুলিশকে ঘুষ দিতে হবে না: নবনিযুক্ত এসপি কুতুবদিয়ার শীর্ষ ডাকাত শাহরিয়া অস্ত্র সহ আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান হুইপ কমলের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার না করার দাবী অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকসহ চার সাংবাদিককে সম্মাননা দিবে বনেক ত্রিশালে অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলা কক্সবাজারের নতুন ডিসি সালাউদ্দিন আহমেদ বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী দুই সেনা  সদস্যের সাথে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবিতে মানববন্ধন

মো:ওসমান গণি ইলি:
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

মোঃ ওসমান গনি (ইলি)

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার (২৪শে আগস্ট) বেলা ১১টায় কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তারা হত্যা, মাদক ব্যবসা, মানবপাচার, অস্ত্র ব্যবসা ও অপহরণের মতো অপরাধে জড়িত। এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবি জানানো হয় মানববন্ধন ও সমাবেশে।

এসময় বক্তারা বলেন ২০১৭ সাল থেকে মায়ানমারের জান্তা সরকারের নিপীড়ন নির্যাতন ও গণহত্যার কবল থেকে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ সরকার কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় দেন।কিন্তু এই দেশে রোহিঙ্গাদের পা ফেলার পর থেকে কক্সবাজার জেলাজুড়ে বেড়ে খুন,ঘুম,ছিনতাই হত্যাসহ বিভিন্ন অপরাধ।সেখানে রোহিঙ্গাদের অবস্থান সবচেয়ে বেশি।এছাড়া শ্রম বাজারও রোহিঙ্গাদের দখলে হয়ে গেছে।ফলে এখানকার শ্রমিক ও খেটে-খাওয়া মানুষরা কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে দীর্ঘ ছয় বছর ধরে।

কেন্দ্রীয় যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে ও কক্সিয়ান এক্সপ্রেস এর সভাপতি ইরফান উল হাসানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী,কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম,ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মোঃ আলী জিন্নাত,কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি  মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী,সাধারণ সম্পাদক এইচ.এম এরশাদ,কক্সবাজার নাগরিক আন্দোলন কমিটির সদস্য সচিব সাংবাদিক এইচ.এম নজরুল ইসলাম,সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্না চৌধুরী,সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হক,কাউন্সিলর হেলাল উদ্দিন কবির মিজানুর রহমান,রাজবিহারী দাশ,আমিনুল ইসলাম মুকুল,পরিবেশ আন্দোলন (বাপা) নেতা উছেন থোনসহ আরও অনেকে।

তারা বলেন রোহিঙ্গা কক্সবাজারবাসীর জন্য এখন বিষফোড়া হয়ে দাড়িয়েছে,তাদের থেকে মুক্তি পেতে বজ তারা রাস্তায় নেমেছে।অতিবিলম্বে তাদের দ্রত প্রত্যাবাসন শুরু করলে জনগণ নানা দুর্গতি থেকে মুক্তি পাবে বলে মনে করেন।পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী জানান কক্সবাজারের প্রতিটা অঞ্চলে রোহিঙ্গারা ঢুকে গেছে।প্রতি ওয়ার্ডে অনেক মানুষের আশ্রয়-প্রশ্রয়ের তারা বসবাস করছে।তাই কক্সবাজারের পরিবেশ এখন অশান্ত হয়ে পড়েছে।তাই পৌর পরিষদে সিদ্ধান্ত নেয়া হয়েছে শান্তি সমাবেশ করা হবে।যেখানে পুরোনো ও নতুন রোহিঙ্গাদের চিহ্নিত করে এনআইডি বাতিল করে কক্সবাজার থেকে বাতিল করা হবে।এছাড়া কোনো রোহিঙ্গাদের যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে তাদের হোল্ডিং টেক্সের আওতায় রাখা হবে না এবং সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে।


আরো বিভন্ন নিউজ দেখুন

ই-পেপার