• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার শহরের “ফুলবাগ ইয়ং সোসাইটির ” উদ্বেগে ফুলবাগবাসীর মিলনমেলা অনুষ্ঠিতটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসাবেক জেলা প্রশাসক, জেলা জজসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাঈদগাঁওতে হচ্ছে না বস্ত্র মেলা আলেম ওলামাদের কথা রাখলেন লুৎফুর রহমান কাজলশহরে লাইট হাউস পাড়া অলিম্পিক বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধনটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসৌদি আরবে গিয়ে যে ১৫ কাজ করা যাবে নাদুই রোহিঙ্গা নারী কক্সবাজারে পাসপোর্ট করতে এসে ধরা পড়লোকক্সবাজার সৈকত থেকে অবৈধ ৫০ স্থাপনা উচ্ছেদরামাদা জসিম উদ্দিন কে গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

গ্রেনেড হামলায় খালেদা-তারেক জড়িত এতে সন্দেহ নেই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রেনেড হামলার সঙ্গে খালেদা-তারেক যে জড়িত এতে কোনো সন্দেহ নেই, তদন্তেও সেটা বেরিয়েছে। আর ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত, সেটা খুনিদের জবানবন্দিতে ফুটে উঠেছে। বিএনপি শুধু হত্যা আর ক্যুর রাজনীতিটাই জানে।

সোমবার (২১ আগস্ট) গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘২১ আগস্ট প্রকাশ্য দিবালোকে আমাদের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার বিচার হয়েছে, বিচারের রায় হয়েছে। এই বিচারের রায় দ্রুত কার্যকর করা উচিত।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘যে গ্রেনেড রণক্ষেত্রে ব্যবহার হয়, যুদ্ধে ব্যবহার হয়, সে গ্রেনেড মারা হয়েছে আওয়ামী লীগের ওপর। আর সেটা ব্যবহার হলো যখন আমরা মানুষের নিরাপত্তার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করছি। একটা-দুইটা না, ১৩টা গ্রেনেড। আর কত যে তাদের হাতে ছিল কে জানে? সেদিন বেঁচে গেলাম- সেটাই অবাক বিস্ময়।’

তিনি বলেন, ‘আমি কেবল বক্তব্য শেষ করেছি, নিচে নামব, তখন ফটোগ্রাফার গোর্কি আমাকে বলল- আপা একটু দাঁড়ান আমি ছবি নিতে পারিনি। সাথে সাথে অন্য ফটোগ্রাফাররা বলল- আপা একটু দাঁড়ান, কয়েক সেকেন্ডের ব্যাপার। সাথে সাথে শুরু হয়ে গেল গ্রেনেড হামলা। হানিফ ভাই আমার পাশে ছিল, সাথে সাথে তিনি টেনে বসিয়ে দিলেন। আমাকে চারদিক থেকে ঘিরে ধরল।’

তিনি আরো বলেন, ‘আমাদের আরেক কর্মী সেন্টুসহ ২২ জন মৃত্যুবরণ করেন। হাজারের কাছাকাছি নেতাকর্মী আহত হয়। ৫০০ জনের ওপরে অত্যন্ত খারাপভাবে আহত ছিল।’

শেখ হাসিনা বলেন, ‘সেদিন আহত এক নারী কর্মীকে ভ্যানে তুলে নিতে চান, কিন্তু এক পুলিশ সদস্য তাকে লাথি মেরে ফেলে দেয়। পুলিশ তো নাগরিকদের জন্য হয়। কিন্তু তাদের আচরণ দেখে তো তখনই সন্দেহ হয়। সেদিনকার সব আলামত নষ্ট করা হয়। কোনো আলামত রাখতে দেয়নি। একজন সেনা অফিসার আলামত রাখতে চেষ্টা করলেও তাকে চাকরিচ্যুত করা হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘খুনের রাজনীতি বিএনপি ও খালেদা জিয়া করে, এটা তো মানুষের কাছে স্পষ্ট। যে দলের উত্থানই হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির জন্য, তাদের হাতে রক্ত। আমি একটা বই লিখেছি, সবকিছু লিখেছি। এগুলো মানুষের জানা দরকার।’

তিনি বলেন, ‘এদেশের মানুষ যেন আর তাদের অগ্নিসন্ত্রাসের শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশ্বের বুকে মর্যাদা নিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। খুনি-সন্ত্রাসী ও মানি লন্ডারিংকারীরা যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমি তৃণমূল পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে


আরো বিভন্ন নিউজ দেখুন