• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার শহরের “ফুলবাগ ইয়ং সোসাইটির ” উদ্বেগে ফুলবাগবাসীর মিলনমেলা অনুষ্ঠিতটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসাবেক জেলা প্রশাসক, জেলা জজসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাঈদগাঁওতে হচ্ছে না বস্ত্র মেলা আলেম ওলামাদের কথা রাখলেন লুৎফুর রহমান কাজলশহরে লাইট হাউস পাড়া অলিম্পিক বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধনটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসৌদি আরবে গিয়ে যে ১৫ কাজ করা যাবে নাদুই রোহিঙ্গা নারী কক্সবাজারে পাসপোর্ট করতে এসে ধরা পড়লোকক্সবাজার সৈকত থেকে অবৈধ ৫০ স্থাপনা উচ্ছেদরামাদা জসিম উদ্দিন কে গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

উখিয়া টেকনাফের ভন্ড বৈদ্দ্য কথিত দানবীরের অজানা কাহিনি

ফরিদুল মোস্তফা খান:
আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩


প্রিয় উখিয়া -টেকনাফবাসী আপনাদের কথিত দানবীর এমপি নিজের দান অনুদান জাহির করে সুবিধা ভোগের জন্য অন্য কেউ আপনাদের উপকার বা দান খয়রাত করতে চাইলে তার সর্বনাশ করে ফেলে।

যেমন প্রদীপের সেই জুলুমের সময় আমি আপনাদের পক্ষে লিখে ছিলাম বলেই তিনি আমাকে কারাগারের ভিতরও বাইরে এমনকি এখনও পর্যন্ত খুন-গুম হামলা মামলা করিতে মরিয়া।


শুধু আমি নই ওই এলাকায় নিজ দলীয় বা বাহির থেকে কেউ আপনাদের সাহায্য করতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিনি আপনাদের ভিক্ষুক বানিয়ে মজা নিচ্ছেন।
জানেন,গোপনে চাঁদাবাজি করে প্রকাশ্যে দান খয়রাতের অভিনয়ে তিনি ক্ষান্ত হন না,সরকারি তহবিলের টাকাও বিতরনের সময় নিজের বলে চালিয়ে দেন।
নিজস্ব দালালদের টাকা দিয়ে তা ব্যাপক প্রচার প্রচারনা চালান।

তার স্বভাব চরিত্র আচার ব্যাবহার অঙ্গ-ভঙ্গি কোন সুস্থ মানুষের সাথে মিলে কিনা বিবেক দিয়ে চিন্তা করুন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে তার জবাব না দিলে আপনাদের পরিনাম আরও কি পরিমান ভয়াবহ হবে ভেবে দেখুন।
আমার কিছু হবে না ইনশাআল্লাহ।
আমি অতীতেও আপনাদের ছিলাম ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
অতএব আমাকে ভোট দিবেন কি না সেটা আপনাদের বিবেকের ব্যাপার।
আমি আপনাদের ঘরে ঘরে এসে হারামের টাকা দিয়ে পায়ে ধরে হয়তো ভোট ভিক্ষা চাইতে পারবো না কিন্তুু আপনাদের একটি একটি মূল্যবান ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করলে অর্পিত দায়িত্ব আমি ঈমান ও বিশ্বস্ততার সহিত পালন করব ইনশাআল্লাহ।
সময়ে তার সঠিক প্রমান পাবেন ইনশাল্লাহ।
প্রিয় বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায় তথা সংখ্যালঘু ভাই ওবোনরা আপনাদের মন্দিরপুড়া জায়গা জমি জবর দখল সহ সকল জুলুম নির্যাতনের সঠিক জবাব দেবার সময় আগামী সংসদ নির্বাচন।
নইলে বিচার পাওয়াতো দুরের কথা স্বাক্ষীও পাবেননা।
মনে রাখবেন ভোটের সময় পায়ে ধরে,টাকা দিয়ে যারা ভোট ভিক্ষা চান তাদের চুলে ধরতে কতক্ষণ?
প্রয়োজন শেষ খোদা হাফেজ, সেটাই তার স্বভাব!

 

 


আরো বিভন্ন নিউজ দেখুন