পাঠক প্রিয় দৈনিক কক্সবাজারবাণী, জনতারবাণী, এফএম ভিশনের সম্পাদকীয় কার্যালয় এবং স্টুডিও করার জন্য কক্সবাজার শহরের মডেল থানা বা পুলিশ সুপার কার্যালয়ের আশপাশের ৩/৪ বা ৫ রুমের একটি ফ্লাট ভাড়া আবশ্যক হয়ে পড়েছে। নিরাপদ মনোমুগ্ধকর স্বাস্থ্যকর কোন ভবনের নিচতলা,দুতলা বড় জোর তিন তলা হলে চলবে।
গাড়ি পার্কিং এবং সিসি ক্যামরা সহ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে।
শর্তসাপেক্ষে কমপক্ষে ৫ বছরের চুক্তি করতে হবে।
ভাড়া দিতে আগ্রহী প্রকৃত ফ্ল্যাট মালিকগন সারাসরি যোগাযোগ করুন।
ফরিদুল মোস্তফা খান।
সম্পাদক ও প্রকাশক দৈনিক কক্সবাজারবাণী।
মোবাইল -01727796079 হোয়াটসঅ্যাপ।
উল্লেখ্য উক্ত ফ্ল্যাটের এক কক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএম এসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কক্সবাজার জেলা শাখার অস্থায়ী কার্যালয়,অভ্যর্থনা কক্ষ, থাকতে হবে অবশ্যই।
একই সাথে যুগের সাথে তালমিলিয়ে বাণী মিডিয়া হাউজের প্রিন্ট ভার্সনের পাশাপাশি শুধু ভিডিও এবং অনলাইন সাংবাদিকতায় আগ্রহী সৎ সাহসী স্বাধীনতা স্বপক্ষীয়, কর্মঠ, অতিরিক্ত আবেগী নয়,চরিত্রবান বিবেকী, সুশিক্ষিত, নম্র ভদ্র মার্জিত ব্যাবহারের অধিকারী কিছু শিক্ষানবিশ সাংবাদিক জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে। ভিডিও এডিটিং, অনলাইনে বিশ্বস্ততার সহিত নিউজ আপলোডে পারদর্শীদের অগ্রাধিকার থাকবে। দেশ বিদেশের অন্যন্য এলাকা থেকে আমাদের সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আগ্রহীরাও যোগাযোগ করতে পারেন।
অপ্রয়োজনীয় আলাপে ফোন না করার জন্য সবিনয় অনুরোধ রইল।