• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার শহরের “ফুলবাগ ইয়ং সোসাইটির ” উদ্বেগে ফুলবাগবাসীর মিলনমেলা অনুষ্ঠিতটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসাবেক জেলা প্রশাসক, জেলা জজসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাঈদগাঁওতে হচ্ছে না বস্ত্র মেলা আলেম ওলামাদের কথা রাখলেন লুৎফুর রহমান কাজলশহরে লাইট হাউস পাড়া অলিম্পিক বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধনটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসৌদি আরবে গিয়ে যে ১৫ কাজ করা যাবে নাদুই রোহিঙ্গা নারী কক্সবাজারে পাসপোর্ট করতে এসে ধরা পড়লোকক্সবাজার সৈকত থেকে অবৈধ ৫০ স্থাপনা উচ্ছেদরামাদা জসিম উদ্দিন কে গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

দাবি না মানলে সুনামির মাধ্যমে ভাসিয়ে নিয়ে যাবে জনগণ:মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:
আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

দাবি না মানলে জনগণ উত্তাল তরঙ্গ তুলে সুনামির মাধ্যমে ভাসিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলপূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ লুট করে সব শেষ করে ফেলেছে, খোকলা করে ফেলেছে। আমাদের দাবি না মানলে জনগণ উত্তাল তরঙ্গ তুলে সুনামির মাধ্যমে ভাসিয়ে নিয়ে যাবে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারপ্রধান নতুন কাপড় পরা বন্ধ করে দিয়েছেন। তারা এখন পাচার করা অর্থ নিয়ে চিন্তায় আছেন। ভয়ে সরকারের মুখ শুকিয়ে গেছে, আগের মতো আর হাসি নাই।

তিনি বলেন, আওয়ামী লীগের পালাবার কোনো পথ নেই। উত্তরে পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর, কোনো দিকে যাওয়ার আর পথ নেই। তাই পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।

বিএনপির এই নেতা বলেন, সারাদেশকে কারাগারে পরিণত করেছে এই সরকার। তারা বিরোধীদলের ওপর নির্যাতন-নিপীড়ন করছে। তাদের অত্যাচারের কথা এখন সারা বিশ্ব বলতে শুরু করেছে।

এ সময় পেনশন ভাতাকে সরকারের নতুন ফন্দি জানিয়ে মির্জা ফখরুল বলেন, পেনশন ভাতার নামে টাকা চুরির নতুন ফন্দি করছে সরকার। সেই টাকা চুরি করে ভোট করবে এরা।


আরো বিভন্ন নিউজ দেখুন