আল্লাহর অনুমতি ছাড়া কোন প্রাণীর মৃত্যু হয়নি, হবেনা ইনশাআল্লাহ।
যদি হতো প্রদীপ ও তার লালিত মাদক ঘুষ দাম্ভিক অহংকারী সিন্ডিকেট আমাকে শুধু হত্যা নয়,লাশটা পর্যন্ত ফেরৎ দিতোনা।
তারা আমাকে বন্দুক যুদ্ব,পয়জন,স্লো পয়জন,ভুল চিকিৎসা, কারাগারে হসপিটাল থেকে সেলে বা অন্য কারাগারে চালান করে পেশাদার খুনীদের সাথে রেখে শ্বাসরুদ্ধকরে হত্যা,আদালতে আনা নেওয়ার সময় প্রিজন ভ্যান বা কোর্ট হাজত খানা সহ যেখানেই হত্যা করতে চেয়েছিলেন, সেখানেই সৃষ্টিকর্তা আমার জন্য সাহায্যকারী প্রেরন করেছেন। ওরা ছিল কম কিন্তু অনেক শক্তিশালী। যারা শুধু কক্সবাজার নয়,পুরো দেশ চালাচ্ছেন।
আর ওরা ছিল অনেক বেশি যারা এখনো কক্সবাজার টেকনাফে মাফিয়া রাজনীতি, মাদক, হুন্ডি,খুন,গুম,অপহরণ, মুক্তিপন,মানবপাচার সহ হরেক অপকর্মের রামরাজত্ব চালিয়ে মুখোশ পড়ে বসে আছেন।
যারা আমি ও আমার পরিবারের সার্বিক নিরাপত্তা দিয়ে কারামুক্ত এমনকি গোপনে প্রকাশ্যে এখনো আমাদের সাথে রয়েছেন।
মালিক তুমি তাদের উপযুক্ত প্রতিদান দিন। বাকিদের হেদায়েত বা কি করতে হবে সেটাই করে একটা চূড়ান্ত ফয়সালা করে দিন।
আর আমাদের যেকোনো পরিস্থিতিতে স্বাভাবিক এবং মেনে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে দিন।
– লেখক সম্পাদক ও প্রকাশক দৈনিক কক্সবাজারবাণী। মৃত্যুদন্ড প্রাপ্ত ওসি প্রদীপের হামলা মামলা ও পাষবিক নির্যাতনের শিকার সাংবাদিক।