মহেশখালী থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১
মোজাম্মেল হক
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী (এলজি) সহ ১জনকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
শনিবার(১৩ আগষ্ট) রাত ১২:৩০ ঘটিকার সময় মহেশখালী থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুর ধুইল্যাছড়ি মনিপুর ৫নং ওয়ার্ডের মৃত বশির আহমদের পুত্র শাহাব উদ্দিনকে(৪০) দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) সহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ০২টি অস্ত্র মামলাসহ ০৮ টি মামলা রয়েছে।
মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের বিষয়ে নিয়মিত মামলা রুজূ করা হইয়াছে।