প্রেস বিজ্ঞপ্তিঃ
ইয়ুথ ফাউন্ডেশন অব কক্সবাজার এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
১২ অগাস্ট শনিবার কক্সবাজার পৌরসভা ১ নং ওয়ার্ডের সমিতি পাড়া ও মধ্যম কুতুবদিয়া পাড়া এলাকায় ৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়। এসব ত্রাণ সামগ্রীল মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পেয়াজ ও লবণ। ইয়ুথ ফাউন্ডেশন অব কক্সবাজার এর সদস্যের অর্থ দিয়ে এই সহযোগিতা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইয়ুথ ফাউন্ডেশন অব কক্সবাজার এর উপদেষ্টা সাইদ সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল সিফাত।
সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল সিফাত বলেন, মানুষের সেবা করার সুযোগ পেয়ে রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা ত্রাণ পৌঁছে দিতে পেরেছি। আমরা এখানে যে ত্রাণ নিয়ে গিয়েছি তা তাদের কষ্টময় জীবনের কাছে কিছুই না। তাই সমাজের সকলের কাছে অনুরোধ, যার যার সামার্থ মত যেন তাদের পাশে দাঁড়াতে পারেন।
এ ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন-সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,অর্থ সম্পাদক রাসেল সরওয়ার,শিক্ষা বিষয়ক সম্পাদক জাকের হোসাইন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহিন, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, সাধারণ সদস্য মো: আরফাত,সাইফুল, প্রমুখ।