• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারের নতুন ডিসি সালাউদ্দিন আহমেদ বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী দুই সেনা  সদস্যের সাথে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান : ৪ থানার ওসিকে প্রত্যাহার সাংবাদিককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে পদায়নের পর প্রত্যাহার পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, চট্টগ্রাম-কক্সবাজার যান চলাচল বন্ধ সাংবাদিকতাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পেশা গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা কক্সবাজারে আবারও সক্রিয় হয়ে উঠেছে অপহরণকারী চক্র,অপরাধীদের শেষ কোথায়? রামু প্রেস ক্লাবর প্রতিষ্ঠা বার্ষিকী পালন জেলা প্রেসক্লাব কক্সবাজারের তৌহিদ বেলাল সভাপতি ও রফিক মাহমুদ সেক্রেটারি

ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কক্সবাজারবানী’র সাথে থাকুন
আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তিঃ

ইয়ুথ ফাউন্ডেশন অব কক্সবাজার এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

১২ অগাস্ট শনিবার কক্সবাজার পৌরসভা ১ নং ওয়ার্ডের সমিতি পাড়া ও মধ্যম কুতুবদিয়া পাড়া এলাকায় ৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়। এসব ত্রাণ সামগ্রীল মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পেয়াজ ও লবণ। ইয়ুথ ফাউন্ডেশন অব কক্সবাজার এর সদস্যের অর্থ দিয়ে এই সহযোগিতা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইয়ুথ ফাউন্ডেশন অব কক্সবাজার এর উপদেষ্টা সাইদ সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল সিফাত।

সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল সিফাত বলেন, মানুষের সেবা করার সুযোগ পেয়ে রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা ত্রাণ পৌঁছে দিতে পেরেছি। আমরা এখানে যে ত্রাণ নিয়ে গিয়েছি তা তাদের কষ্টময় জীবনের কাছে কিছুই না। তাই সমাজের সকলের কাছে অনুরোধ, যার যার সামার্থ মত যেন তাদের পাশে দাঁড়াতে পারেন।

এ ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন-সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,অর্থ সম্পাদক রাসেল সরওয়ার,শিক্ষা বিষয়ক সম্পাদক জাকের হোসাইন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহিন, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, সাধারণ সদস্য মো: আরফাত,সাইফুল, প্রমুখ।


আরো বিভন্ন নিউজ দেখুন

ই-পেপার