ঢাকা রেলস্টেশনে চলছে প্রকাশ্য চাঁদাবাজি।।
— নুর মোহাম্মদ কাকা।।
গত ০৯-৮-২০২৩ইং ভেড়ামারা থেকে আগত মোহাঃ শান্তাদুল ইসলাম নামের এক যাত্রী+ভাতিকা কে সঙ্গে নিয়ে দুইটি টিকেট কাটেন (যাহার পিএনআর নাম্বার হলো:- 64ca56fddla23) টিকেট নিয়ে চিত্রা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসেন ৬:৫০ মিনিট সময়।
উক্ত সময় ঢাকা স্টেশনমাস্টার টিকেট দেখতে চাহিয়া জোরপূর্বক ঐ যাত্রীর নিকট ১০১০/- একহাজার দশ টাকা চাদঁ আদাই করেন। ভদ্রলোক প্রতিবাদী হলে জেলজুলুমের ভয় দাখায়।
এই ব্যাপারে স্টেশনমাস্টারের সাথে কথা বলতে চাইলে কথাবলা সম্ভব হয় নাই। তবে ঐ যাত্রী ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী শান্তাদুলের সাথে কথাবলে উক্তঘটনা শতভাগ নিশ্চিত হই। সেই সাথে বিভিন্ন যাত্রীরা একই অভিযোগ করেন।
শান্তাদুল ইসলসম আরো বলেন আমি নিরুপায় হয়ে স্টেশন ম্যানাজার বরাবর সকল প্রমাণাদি দিয়ে অভিযোগ করেছি । ঐ টিটির এহেন কার্যকলাপের যথাযথ ব্যবস্তা নিতে হবে। তা না হলে আমি আদালত বরাবর শরণাপন্ন হবো- ইন্শাআল্লাহ।বাংলাদেশের রেলপথের এই সকল অনিয়মের ঘটনা প্রতিনিয়ত ঘটতেই আছে, যাত্রীদের প্রতিবাদ, লিখিত অভিযোগ, পত্রপত্রিকার লেখা লেখি, ও সরকারের হাজার চেষ্টাকরণে কোনপ্রকার প্রতিকার হচ্ছে না।।