চকরিয়ায় সেফটি ট্যাংক পরিষ্কার করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করতে নেমে পিতা ও দুই পুত্রের মৃত্যু হয়েছে।৯ আগস্ট রাত ১০ টার দিকে উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বহদ্দারকাটা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহতরা হলেন বহদ্দার কাটা গ্রামের আনোয়ার হোসেন (৭০) ও, তার দুই পুত্র মুহাম্মদ শাহাদাত (৫০) ও শহিদুল ইসলাম (২২)।
নিহতের পরিবার ও এলেকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বন্যার পানি নেমে গেলে বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করতে নামে শহিদুল ইসলাম। ট্যাংকের ভিতর থেকে তার সাড়া শব্দ না পেলে উদ্ধার করতে নামে তার বড় ভাই মুহাম্মদ শাহদাত। পরে দুই ভাইকে ডাকার পরেও তাদের সাড়া না পেয়ে ট্যাংকে নামে তাদের পিতা আনোয়ার হোসেন। তিনিও সেখানে অজ্ঞান হয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তিনজনকেই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক শাহাদাত ও শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং তাদের পিতার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। সেখানে রাতে তিনিও মারা যান।চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।