জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষির্কী উপলক্ষ্যে রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মাসব্যাপী কর্মসুচির অংশ হিসাবে মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এ কর্মসুচি পালন করে।
সংগ্রাম, স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা এ প্রতিপাদ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভা, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন মল্লিক।
রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক মেম্বার, মোহাম্মদ ইউনুছ মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুল হক প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব ফরিদুল আলম।
পরে স্থানীয় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।