কক্সসবাজার সদর, ভারুয়াখালী ইউনিয়ন ৯নং ওয়ার্ন্ড আশ্রয়ন প্রকল্পেতে মর্মান্তিক আগুন লেগে ১০ টি বাড়ি পুড়ে যাওয়া ঘর গুলো দেখতে এবং তাদের সাহায্যে এগিয়ে আসেন কক্সবাজার সদর – আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি।
আজ ৯/১/২০২১ তারিখ বিকেল তিন ঘটিকায় আগুনে বাড়ি ঘর পুড়ে যাওয়া ভোক্তভোগি পরিবারের খোজ খবর নিতে ভারুয়াখালীর উদ্দ্যেশে রওনা হন,
সেখান৷ তাদের সাথে কথা বলেন সকলকে সান্তনা দেন তাদের বাড়ি মেরামত করতে সাহায্যের আশ্বাস দেন
পরিবারের সকলের জন্য শীতের কাপড় ও নগত অর্থ দান করেন
অসহায় পরিবার গুলো এমপি কমলের এমন সাহায্য পেয়ে খুশিতে ভরে যান।