দৈনিক আমাদের কন্ঠের বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান খাইরুল আলম রফিক কে ২০১৮ সনের ২৯ নভেম্বর ডিবি অফিসে ধরে নিয়ে চোখ বেঁধে অমানুষিক নির্যাতন, বিবস্ত্র করে ভিডিও করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির নেতারা।
আজ শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি চেয়ারম্যান এম এ মমিন আনসারী ও সাধারণ সম্পাদক বি এম আশিক হাসান বলেন, ময়মনসিংহের সিনিয়র সাংবাদিক খায়রুল আলম রফিক কে ডিবি অফিসে ধরে নিয়ে চোখ বেদে অমানুষিক নির্যাতন করে ছবি তুলে এবং বিবস্ত্র করে ভিডিও করে এসআই আকরাম হোসেন যা অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের ঘটনায় আমরা স্তম্ভিত এবং ক্ষুব্ধ।
সাংবাদিক নেতারা বলেন, পেশাদার এমন একজন সাংবাদিকের ওপর এই বর্বরোচিত ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। নেতারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ঘটনার সঙ্গে জড়িত এসআই আকরাম হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।