কক্সবাজার শহরতলির খুরুস্কুল আশ্রায়ন প্রকল্পে আবারও খুনের ঘটনা ঘটেছে। এবার খোরশেদ আলম নামের এক যুবককে হত্যা করা হয়েছে প্রকল্পের নির্মাণাধীন একটি ভবনে। কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
নিহত খোরশেদ আলম খুরুস্কুল ইউনিয়নের মনু পাড়ার মোহাম্মদ শফি ও রহিমা বেগম দম্পতির ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, খোরশেদ আলমের সাথে আশ্রায়ন প্রকল্পের নির্মাণাধীন ভবনের ঠিকাদার লাল চাঁদ ও অন্যদের সাথে সুসম্পর্ক ছিল। তাদের মধ্যে আর্থিক লেনদেনও হয়েছিল। শুক্রবার রাত ৯টার দিকে নির্মাণাধীন ভবনের নিচতলায় ঠিকাদার ও নির্মাণ শ্রমিকদের একটি কক্ষে খোরশেদ আলমের মরদেহ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খোরশেদ আলমের হাতে কামড়ের দাগ ও কানে ফোলা জখম ছিল। তবে খোরশেদ আলমকে হত্যা করা হয়েছে নাকি অন্য কিছু তা কেউ নিশ্চিত করতে পারেনি।
রাত ১১টার দিকে কক্সবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা খোরশেদ আলমের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে এসেছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে খুরুস্কুল আশ্রয়ন প্রকল্পে এক যুবককে মারধর করে খুনের পর ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ঘটনায় হত্যা মামলাও রুজু হয়েছে।