কক্সবাজার জেলাদিন রামু উপজেলার ঈদগড়ের বাইশারী নামক স্থানে জেলা ডিবি পুলিশ আজ সকাল ৯ টায় একটি সিএনজি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবা পরিবহনের দায়ে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা যায় ৯ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ৯ টায় সদর এসপি সার্কেল মামুনের নেতৃত্বে কক্সবাজার ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড়-বাইশারী রেনুর ছড়া নামক স্থানে সড়কে অভিযান চালিয়ে নম্বরবিহী একটি সিএনজি থেকে প্রায় ১ লক্ষ পিস ইয়াবা সহ বহনকারী একটি সিএনজি ও ইয়াবা ব্যবসায়ী হাফেজ আহমদ( ৩৫)পিতা আব্দুল হাফেজ রুমা, বান্দরবানকে আটক করা হয়।যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা হবে এস পি মামুন জানান।