তৃণমূলের অভিমানী নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন আশরাফুল ইসলাম সজীব।
নিজস্ব প্রতিবেদক, চকরিয়াঃ
চকরিয়া খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দের সাথে মত ও কুশল বিনিময় করেন।চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জনপদের পরিক্ষিত রাজনৈতিক জেলা আওয়ামীলীগের সাবেক সফল শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সজীব।
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে যথাক্রমে দুইটি ইউনিয়ন খুটাখালী,ডুলাহাজারা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সফল শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নৌকার মনোনয়ন প্রত্যাশী আশরাফুল ইসলাম সজীব। ৩ই আগষ্ট বৃহস্পতিবার বিকালে খুটাখালী,ডুলাহাজারা ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সাথে দেখা করে ঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক অবকাঠামো তুলে ধরেন।