হ্নীলায় নেশাজাত দ্রব্যের ভিডিও অপসারণ নিয়ে ছুরি মারামারিতে নিহত-১ ; আহত-১
মামুনুর রশিদ টেকনাফ :
হ্নীলায় ২রা আগষ্ট রাত সাড়ে ১০টারদিকে দক্ষিণ ফুলের ডেইলের জনৈক হেলালের দোকানের পাশে জনৈক কায়সারের বাড়ির রাস্তার মাথায় মোবাইল থেকে নেশাজাত দ্রব্য সেবনের ভিডিও অপসারণ নিয়ে কথা কাটাকাটির জেরধরে ২জনের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটেঠে। এসময় ছুরিকাঘাত ও পাল্টা ছুরিকাঘাতের ঘটনায় নাটমোরা পাড়ার হাফেজ মৌলানা আব্দুল খালেকের পুত্র মোঃ সোলায়মান ওরফে সালমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইন-শৃংখলা বাহিনীর হাতে দুই সহযোগীসহ গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। সালমানের মৃতদেহ পোস্টমর্টেম শেষে আজ বাদে আছর নাটমোরা পাড়া গোরস্থানে দাফনের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।