• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ খবর
উখিয়ায় ইউএনএইচসিআরের স্থাপনার বিরুদ্ধে বন বিভাগের নোটিশ: কাজ বন্ধ করে গেইটে তালাকক্সবাজারে উৎসব মুখর আয়োজনে শেষ হয়েছে মহা সাংগ্রেইজনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আবু আবিদ৫১ একর আবাসন ও বাঁকখালী নদী দখলমুক্ত করতে পরিবেশ উপদেষ্টা বরাবরে বাপার স্মারকলিপিচোরাচালানকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে নোট নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না- রামু থানায় স্বরাষ্ট্র সচিবপ্রতিটি মানুষের জীবন অমুল্য সম্পদ অপরাধ দমনে ইসলামের পদ্ধতি সর্বজনীনআমরা ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করব: মির্জা ফখরুলসম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চায় বাংলাদেশ-তুরস্কবিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিতবৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা

কিশোরগ্যাংয়ের হামলায় রক্তাক্ত স্কুল ছাত্র আশিক

কক্সবাজারবানী
আপডেট : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

বন্দরনগরী চট্টগ্রামের হালিশহরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদকবিরোধী স্ট্যাটাস দেওয়ায় স্থানীয় কিশোর গ্যাংয়ের
ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন স্কুলছাত্র মোহাম্মদ আশিক।
গত বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হালিশহর বি-ব্লক এস ক্লাব মোড়ে এ হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা উদ্ধার করে
তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হামলার বিষয়ে জানতে চাইলে আবেগ আপ্লুত হয়ে আহত আশিক বলেন,” এলাকায় মাদকের উৎপাত বেড়ে
যাওয়ায় এবং যুব সমাজের কথা চিন্তা করে তিনি ফেসবুকে মাদক বিরোধী স্ট্যাটাস দিয়েছিলেন।এ কারণে
অতর্কিতভাবে তার হাতে ও উরুতে ছুরি দিয়ে আঘাত করে এলাকার চিহ্নিত কিশোর গ্যাং সদস্যরা।
এ ঘটনায় আহত আশিক বাদী হয়ে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আসামীরা হলেন, নুরু ইসলাম (১৯), রুবেল (২৬),নাদিম আহমেদ (১৯), হাবির ২ /আবির(২৬), মানিক (৩০),
ইমরান (২৩)।
আহত আশিকের দাবি, হামলাকারীরা নওশাদ ও শুভ গ্যাং এর হয়ে কাজ করে এবং ঘটনার সময় শুভ ও নওশাদ ঘটনাস্থল এ উপস্থিত ছিলেন ।
কিন্তু মামলা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলের এক ফার্মেসী ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, এলাকার ২০ নং লাইনের মাথা থেকে শুরু করে এই মোড়ে প্রতিনিয়ত এই সব ঘটনা ঘটে
থাকে।
প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানি বলেন, রাত ৮ টা থেকে ৯ টার দিকে মারামারি সংগঠিত হয় । এসময় এই ছেলেটিকে ছুরি মেরে ফেলে রেখে যায়।
এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা সাংবাদিক সোহাগ আরেফিন প্রতিবেদক কে বলেন,
এলাকায় কিশোর গ্যাং এর উপদ্রব ভয়াবহ ভাবে বেড়ে গেছে। যেমন-গত
২১ এপ্রিল রাতে নগরের হালিশহরে ফইল্যাতলি খাল পাড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৬ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
এছাড়া কিছুদিন আগে মিজানুর রহমান (৫২) নামে অন্যজনের লাশ পাওয়া যায় হালিশহর থানার আর্টিলারি এলাকার কাছে একটি খালে।এই বিষয় গুলো
আমাদের ভাবিয়ে তুলেছে। এলাকায় গ্যাং কালচার না থাকলেও হালিশহর এ প্রতিনিয়ত বাড়ছে কিশোর অপরাধ। স্কুল পড়ুয়া ও সমবয়সীরা জড়িয়ে পড়ছে
বিভিন্ন অপরাধে।ইভটিজিং, মাদক সেবন, মারামারি, চুরি, ছিনতাই, ধর্ষণের মতো অপরাধ সংগঠিত হচ্ছে শিশু-কিশোরদের দ্বারা।
শিশু-কিশোরদের অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন অভিভাবক তথা এলাকাবাসী, সোহাগ আরেফিন বলেন প্রশাসনের প্রতি আমার এলাকাবাসীর পক্ষে একটাই
অনুরোধ থাকবে কিশোর গ্যাংদের থেকে এলাকাবাসীকে ও যুবসমাজকে বাঁচান, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব যেন আমাদের এলাকা শান্ত থাকে
মাদকমুক্ত থাকে।
এলাকাবাসীর তথ্য মতে আরো জানা যায়, গত ২৪/০৯/২০২০ ইংরেজী তারিখে বি ব্লক, ১৬ নং লাইনে শুভ গ্রুপ এর সদস্যরা সিথি আকতার নামে মহিলা
কে মেরে গলার চেইন ও কান ছিঁড়ে অলংকার নিয়ে যায়। এই বিষয় এ শুভ গ্রুপ এর সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগও করেন সিথি আকতার।
হালিশহর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আল মামুন জানান, হালিশহর বি ব্লক এস-ক্লাব মোড়ে আশিকের উপর অতর্কিত হামলা হয়।আশিক বাদী হয়ে
মামলা দায়ের করেন।তিনি আরো জানান, এই মামলার সুষ্ঠু তদন্ত করে আসামীদের আইনের আওতায় আনা হবে।


আরো বিভন্ন নিউজ দেখুন