মাদকে অর্থলগ্নীকারী পৃষ্ঠপোষক ও মাদক থেকে অর্থ পাচারকারীদের তালিকা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোবাইল ব্যতীত একটি নিজস্ব কমিউনিকেশনস সার্ভিস চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন।
বুধবার (২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এর অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে বাংলাদেশে ফেসবুক ও ইউটিউবের কার্যালয় স্থাপন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নতুন সাপোর্ট উইং গঠনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও রুমানা আলী অংশগ্রহণ করেন
বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী ও মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারীসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা এবং ২৯তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।
এ ছাড়া বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয় বৈঠকে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, মহা পুলিশ পরিদর্শক, মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও, দুই বিভাগের অধীনস্থ সংস্থাপ্রধানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।