• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার সার্চ মানবাধিকার সোসাইটির পক্ষে বিশ্ব মানবাধিকার দিবস পালিতকক্সবাজার থানা পুলিশের অভিযানে চাকুসহ ৫ ছিনতাইকারী আটকসাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেবে বিএমএসএফআইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলমনতুন আইজিপি বাহারুল আলমবাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস : স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সশস্ত্র বাহিনীর কোনো বিকল্প নেইদৈনিক সাঙ্গু ও একজন স্বপ্নসফল সম্পাদক কবির হোসেন সিদ্দিকীউত্তর কুতুবদিয়া পাড়ায় আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকাসিফাত উদ্দিন উখিয়ার এবং বিমল চাকমা ঈদগাঁও’র নতুন ইউএনওনাজিম উদ্দিন কুতুবীকে বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার প্রদান:কক্সবাজারবাণী পরিবারের অভিনন্দন

মাদকে পৃষ্ঠপোষক ব্যবসায়ীদের তালিকা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক:
আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

মাদকে অর্থলগ্নীকারী পৃষ্ঠপোষক ও মাদক থেকে অর্থ পাচারকারীদের তালিকা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোবাইল ব্যতীত একটি নিজস্ব কমিউনিকেশনস সার্ভিস চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন।

বুধবার (২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এর অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে বাংলাদেশে ফেসবুক ও ইউটিউবের কার্যালয় স্থাপন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নতুন সাপোর্ট উইং গঠনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও রুমানা আলী অংশগ্রহণ করেন

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী ও মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারীসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা এবং ২৯তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।

এ ছাড়া বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয় বৈঠকে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, মহা পুলিশ পরিদর্শক, মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও, দুই বিভাগের অধীনস্থ সংস্থাপ্রধানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো বিভন্ন নিউজ দেখুন