শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিয়েছেন জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা বিষয়ক (এফওএএ) বিশেষ দূত ক্লেমেন্ট ভৌল। এ বিষয়ে একটি টুইট করেছেন তিনি। তাতে বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে গুরুত্বপূর্ণ হলো ভিন্নমতের কণ্ঠস্বরকে সম্মান করা। তিনি আরও বলেছেন, প্রতিবাদ বিক্ষোভের মধ্যে সহিংসতা এবং গ্রেপ্তার বৃদ্ধিতে আমি সব দলকে সংযত আচরণ দেখানোর আহ্বান জানাই। ওদিকে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উৎসাহিত করে জাতিসংঘ- এ মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর ডেপুটি মুখপাত্র ফারহান হক। সোমবার নিয়মিত ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।