• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারের নতুন ডিসি সালাউদ্দিন আহমেদ বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী দুই সেনা  সদস্যের সাথে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান : ৪ থানার ওসিকে প্রত্যাহার সাংবাদিককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে পদায়নের পর প্রত্যাহার পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, চট্টগ্রাম-কক্সবাজার যান চলাচল বন্ধ সাংবাদিকতাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পেশা গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা কক্সবাজারে আবারও সক্রিয় হয়ে উঠেছে অপহরণকারী চক্র,অপরাধীদের শেষ কোথায়? রামু প্রেস ক্লাবর প্রতিষ্ঠা বার্ষিকী পালন জেলা প্রেসক্লাব কক্সবাজারের তৌহিদ বেলাল সভাপতি ও রফিক মাহমুদ সেক্রেটারি

চকরিয়ায় অস্ত্রসহ ‘ডাকাত’ সাহাবউদ্দিন গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি

কক্সবাজার বানী ডেস্ক:
আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চল বদরখালীর এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সাহাবউদ্দিন (৪৫)। তিনি ওই এলাকার আবদুল করিমের ছেলে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে পুলিশ বদরখালীর উত্তর নতুন ঘোনায় বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

স্থানীয় মানুষের কাছে সাহাবউদ্দিন ‘ডাকাত সাহাবউদ্দিন’ নামে পরিচিত। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সাহাবউদ্দিনের অত্যাচারে বদরখালীর মানুষ অতিষ্ঠ ছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। তাঁর গ্রেপ্তারের খবরে স্থানীয় লোকজন স্বস্তি প্রকাশ করেন। কেউ কেউ মিষ্টি বিতরণ করেছেন বলেও খবর পাওয়া গেছে।

চকরিয়া থানা-পুলিশ জানায়, সম্প্রতি পুলিশের কাছে সাহাবউদ্দিনের বিরুদ্ধে কিছু মৌখিক অভিযোগ আসে। ভুক্তভোগী লোকজন তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে ভয় পান। এমন অবস্থায় সাহাবউদ্দিনকে ঘিরে পুলিশের নজরদারি বাড়ানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, গতকাল সন্ধ্যায় সাহাবউদ্দিনকে তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী শয়নকক্ষের তোশকের নিচ থেকে দুটি বন্দুক (এলজি), তিনটি কার্তুজ, তিনটি কিরিচ ও দুটি দা উদ্ধার করা হয়। সাহাবউদ্দিনের বিরুদ্ধে পেকুয়া থানায় চাঁদাবাজি এবং চকরিয়া থানায় পুলিশের ওপর হামলা, চুরি, লুট, মারামারি, হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় নয়টি মামলা রয়েছে। গতকালের অভিযানে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।

সূত্র : প্রথম আলো


আরো বিভন্ন নিউজ দেখুন

ই-পেপার