মাদক এবং মানবপাচার কাজে বাধা দেওয়ায় যুবককে কুপিয়েছে দুবৃত্তরা
:মামুনুর রশিদ টেকনাফ :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়ন ৬নং ওয়ার্ড ঝিমংখালিতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মিজান নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়েছে চিহ্নিত মাদককারবারি এবং মানব পাচার কারী ইউনুসের নেতৃত্ব একদল দুর্বৃত্ত। গতকাল সকাল আনুমানিক ৯.৩০মিনিটের মিজান তার পৈতৃক জমিতে মাটি কেটেঁ ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা ইউনুস, আইয়ুব, ওসামা,এবং আরো কয়েক জন মিলে তাকে হাতুড়ি লোহার রড, দা এবং কিরিস দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার উদ্দেশ্যে মাঠিতে ফেলে দেয়।এভাবে মাঠিতে ফেলে উপুর্যপুরি দা ছুরি দিয়ে কুপিয়ে জখম করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। ঘটনার সুত্রপাত হয়েছে ইউনুস কে মিজান অবৈধ কাজে বাঁধা দিয়েছে মর্মে কথা তুলে,এই জন্য মিজান কে হত্যা করার উদ্দেশ্য এই হামলা চালায়।স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে, অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পংগু হাসপাতালে প্রেরণ করেন।তার অবস্থা আশংকা জনক হওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সচেতন মহলের দাবি এই চিহ্নিত অস্ত্রধারিদের আইনের আওতায় আনলে সব সঠিক তথ্য বের করা সম্ভব।
এই বিষয়ে মামলা প্রক্রীয়াধীন বলে জানা যাই।