চকরিয়া উপজেলাধীন পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজার এলাকার মোহাম্মদ হাবিব(২৭) নামের এক তরুণ ফুটবলারকে নৃশংস ভাবে হত্যা করে বিএম চর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী মোঃ মিশুক। সামান্য কথা কাটাকাটির জের ধরে ২৫ শে জুলাই আনুমানিক সন্ধ্যা ৮ঘটিকার সময় ফুটবল অনুশীলন একাডেমির ছাত্র তরুণ ফুটবলার মোহাম্মদ হাবিবকে ছুরিকাহত করে নৃশংস ভাবে হত্যা করে বলে জানা যায়।স্থানীয়রা জানায় বিএমচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবুবকরের ছেলে মিশুক সবসময় ছুরি নিয়ে চলাফেরা করে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে। স্থানীয়রা আরও জানায় মো হাবিব অত্যন্ত বিনয়ী ছেলে এবং সে ফুটবল অনুশীলন একাডেমীর ছাত্র। তার সাথে ইচ্ছাকৃত ভাবে তর্ক করে হত্যার উদ্যেশ্যে ছুরিকাহত করে সন্ত্রাসী মিশুক। ছুরিকাঘাতের পর তাৎক্ষণিক আহত হাবিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরন করে। ঐ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এবং এলাকাবাসী ও তার পরিবার ঐ খুনির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবী করেন।