• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার শহরের “ফুলবাগ ইয়ং সোসাইটির ” উদ্বেগে ফুলবাগবাসীর মিলনমেলা অনুষ্ঠিতটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসাবেক জেলা প্রশাসক, জেলা জজসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাঈদগাঁওতে হচ্ছে না বস্ত্র মেলা আলেম ওলামাদের কথা রাখলেন লুৎফুর রহমান কাজলশহরে লাইট হাউস পাড়া অলিম্পিক বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধনটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসৌদি আরবে গিয়ে যে ১৫ কাজ করা যাবে নাদুই রোহিঙ্গা নারী কক্সবাজারে পাসপোর্ট করতে এসে ধরা পড়লোকক্সবাজার সৈকত থেকে অবৈধ ৫০ স্থাপনা উচ্ছেদরামাদা জসিম উদ্দিন কে গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

মালেক মাঝি হত্যাকান্ড, পেকুয়ায় সভাপতিকে মামলায় জড়ানোর প্রতিবাদে সড়কে মানববন্ধন

কক্সবাজারবানী’র সাথে থাকুন
আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আবদুল মালেক প্রকাশ মালেক মাঝি হত্যা মামলায় টৈটং বাজারের সভাপতিসহ কিছু নির্দোষ ব্যক্তিকে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে টইটং বাজারের ব্যবসায়ীরা।
রবিবার (২৩ শে জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার টইটংয়ের ইউনিয়নের প্রধান বাণিজ্যিক কেন্দ্র টইটং বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

(এবিসি) আঞ্চলিক মহাসড়কে জড়ো হয়ে শত শত ব্যবসায়ীরা মালেক মাঝি হত্যাকান্ডে টইটং বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলম প্রকাশ মোহাম্মদ মাঝি ও টইটং ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনজুর আলমসহ নিরাপরাধ ব্যক্তিদের মামলায় জড়ানোর তীব্র প্রতিবাদ জানান।
এ সময় ব্যানার, ফেস্টুনসহ সড়কে অবস্থানরত ব্যবসায়ীরা জানান, মোহাম্মদ মাঝি ষড়যন্ত্রের শিকার। তাকে হয়রানি করতে একটি স্পর্শকাতর ঘটনা ও মামলায় জড়ানো হয়েছে। আমরা আইন ও বিচারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। সে দিনের হত্যাকান্ডের ঘটনা দেশের সংবাদপত্রে উঠে এসেছে। সাংবাদিকরা এ হত্যাকান্ড নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। ওই ঘটনার সাথে মোহাম্মদ মাঝি, মনজুর মেম্বারসহ আরো কিছু নিরাপরাধ মানুষকে জড়ানো হয়েছে। তদন্তপূর্বক নিরাপরাধ ব্যক্তিদের এ হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা প্রশাসন, আইন, বিচার বিভাগ ও রাষ্ট্রপক্ষের নিকট বিনয়ের সহিত আহবান জানাচ্ছি।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে টইটং বাজারের ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সেলিম উল্লাহ জানান, এ ধরনের ফাঁসানোর ঘটনায় নাগরিকদের অধিকারের চরম আঘাত বলে আমরা মনে করছি। মালেক মাঝি হত্যাকান্ডের দোষীদের বিরুদ্ধে আমরা শাস্তি চাই। তবে নির্দোষ মানুষ যাতে হয়রানি না হয় সে কথা বলার অধিকার আমরা রাখি।

পল্লী চিকিৎসক ফরিদুল আলম বলেন, আমরা এ মামলা নিয়ে চরম স্তম্ভিত হয়েছি। টইটংয়ের বাইরের মানুষকে আসামী করা হয়েছে। একজন প্রবাসীও মালয়েশিয়া থাকা অবস্থায় আসামী। ব্যবসায়ী নেতা ও শিক্ষানুরাগী শোয়াইব বলেন, আমরা টইটংয়ের মানুষ। আসলে হত্যাকান্ডের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। আমরা মনে করি একটি পরিবার ছাড়া আর অন্য কোন মানুষ এ ঘটনার সাথে জড়িত নই বলে টইটংবাসী নিশ্চিত হয়েছে।

এরপরও প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য উদঘাটন করুক আমরা এ প্রত্যাশাটুকু রাখছি।


আরো বিভন্ন নিউজ দেখুন