কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে অস্ত্র’সহ ১০ জন ছিনতাইকারীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। ২৩ জুলাই রবিবার সন্ধ্যা হতে পরে দিন সোমবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মোঃ খোরশেদ আলম(২০) এর হেফাজত হইতে ০১টি লোহার তৈরী ছুরি, মোবারক হোসেন(২২) এর হেফাজত হইতে ০১টি কালো রংয়ের সুইজ গিয়ার ছুরি, শহিদুল ইসলাম(১৯) এর হেফাজত হইতে ০১টি সুইজ গিয়ার ছুরি, ওয়াসিম(২৬) এর হেফাজত হইতে ০১টি কাটার ছুরি, মোহাম্মদ রুবেল প্রকাশ পুতু(২২) এর হেফাজত হইতে ০১টি কাটার ছুরি, মোঃ জাফর আজম(৩৫) এর হেফাজত হইতে ০১ টি লোহার পাইপ, মোহাম্মদ রুবেল(৩৭) এর হেফাজত হইতে ০১ টি লোহার পাত, মোঃ সাবের প্রকাশ সাগর(২৩) এর হেফাজত হইতে ০১ টি এস.এস পাইপ উদ্ধার করা হয়। পুলিশ সুপার, মোঃ মাহফুজুল ইসলাম,পিপিএম(বার) জানান, ওই ছিনতাই চক্রের সদস্যরা মূলত কক্সবাজার শহর এলাকায় নির্জন স্থানে অবস্থান করে পুলিশের গতিবিধির উপর নজর রেখে বিভিন্ন দলে ভাগ হয়ে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ছিনতাই করে থাকে। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, অস্ত্র মাদক উদ্ধারের ঘটনায় একাধিক মামলা রয়েছে। জেলায় যেকোন অপরাধ দমনে পুলিশ জিরো ট্রলারেন্স নীতি অনুসরন করে আসছে। আটককৃতদের বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে বলে জানান সদর থানার ওসি তদন্ত শেখ নাজমুল হাসান।