বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সিনেপাড়ার এক আলোচিত নাম। তিনি বিতর্কিত কথা বলেই আনন্দ পান। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে অভিনেতা রণবীর কাপুরের বিয়েকে ভুয়া দাবি করেছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
কঙ্গনা দাবি করেন, আলিয়া এবং রণবীরের বিয়েটাই নাকি ভুয়া! বলিউডেরই এক বড় নির্মাতার কথা রাখতে গিয়েই নাকি গাঁটছড়া বেঁধেছিলেন তারা। কারো নাম উল্লেখ না করলেও কঙ্গনার কথা থেকে স্পষ্ট, আলিয়া এবং রণবীরের উদ্দেশেই এ কথা বলেছেন তিনি।
অভিনেত্রী আরও দাবি করেন, রণবীর এবং আলিয়া দুজনে একই বাড়িতে থাকলেও তারা নাকি একই ঘরে থাকেন না! তারা দুজন নাকি বাড়ির দুটি আলাদা তলে থাকেন! এখানেই শেষ নয়, আলিয়া এবং রণবীরের বিয়ের নেপথ্যে যে করণ জোহরের হাত রয়েছে তা-ও দাবি করেন কঙ্গনা।
কঙ্গনা বলেন, করণ নাকি রণবীরকে প্রস্তাব দেন, আলিয়াকে বিয়ে করলে তিন পর্বের একটি ফিল্ম সিরিজে তাকে অভিনয়ের সুযোগ দেবেন তিনি।