• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
ঐতিহ্যবাহী বাঁকখালী নদীতে দখলবাজদের রামরাজত্বকক্সবাজারের টেকনাফের সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দঅভিশপ্ত মানুষের ঠিকানা শারীরিক মানসিক যন্ত্রণাদায়ক জাহান্নামআহত সাংবাদিকের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুনটেকনাফে বিজিবির অভিযানে ২লাখ ২০হাজার ইয়াবা ও বিদেশী মদ উদ্ধারটেকনাফে ইউপি চেয়ারম্যান গ্রেফতারমোনাফেকরা দেশ মাটি মানুষ ও সৃষ্টিকর্তার সবচেয়ে বড় শত্রুচকরিয়া ঢ়েমুশিয়া মুছারপাড়ার জা জমি জবর দখলকারীদের সন্ত্রাসী হামলায় তিন নারী আহতপৌরসভা ১নং ওয়ার্ড পশ্চিম শাখা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিতভোটার হালনাগাদ নিয়ে কাউয়ারখোপ পরিষদ চেয়ারম্যান শামসুল আলমের দুর্নীতি,টাকা না দিলে ফাইল মিলে না ২০ দিনেও

রাসায়নিক হামলা চালালে চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে বাইডেন

কক্সবাজার বানী ডেস্ক :
আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২

রাসায়নিক অস্ত্রের মজুত নিয়ে কয়েক দিন ধরেই একে অন্যকে দোষারোপ করে আসছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করে বলেছে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে। অন্যদিকে রাশিয়া বলছে, ইউক্রেনকে রাসায়নিক অস্ত্র বানাতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। এসবের মধ্যে গতকাল শুক্রবার বাইডেন বলেছে, ইউক্রেনে রাসায়নিক হামলা চালালে রাশিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বাইডেন বলেন, ‘আমার কাছে যে গোয়েন্দা তথ্য আছে, সে বিষয়ে কিছু বলব না। কিন্তু রাসায়নিক অস্ত্রের ব্যবহার করলে রাশিয়াকে সত্যি চড়া মূল্য দিতে হবে।’

 

অবশ্য রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এরপরও হোয়াইট হাউসের পক্ষ থেকে বারবার এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এর আগে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া।

গত বুধবার এক টুইট বার্তায় জেন সাকি বলেন, ‘ইউক্রেনে রাসায়নিক অস্ত্র বানাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যেহেতু রাশিয়া এই মিথ্যা দাবি করেছে এবং চীন আপাতদৃষ্টিতে রাশিয়ার এই প্রচারকে সমর্থন করেছে, সে জন্য আমাদের সবার উচিত হবে ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য রাসায়নিক বা জৈবিক অস্ত্র ব্যবহারের ওপর নজর রাখা।’


আরো বিভন্ন নিউজ দেখুন