ফরিদুল মোস্তফা খান :
টেকনাফ বন্দর হয়ে বৈধ পন্যের আড়ালে ভয়ংকর মাদক ইয়াবার পরিবর্তে আসছে আইস।
কাঠ বোঝাই ট্রলারে সুক্ষ এই মাদকটি বেশি আসছে বলে খবর পাওয়া যাচ্ছে।
জানাগেছে, পাউডার জাতীয় উক্ত মাদক এক কেজির দাম কোটি টাকার ও বেশি।
সুত্র জানায়, জীবনে আর কোনদিন মাদক ব্যাবসা করবেননা বলে আত্মসমরপন কৃত সেই ইয়াবড় ব্যাবসায়ীর সিংহ ভাগ আবারও মাদক ব্যাবসার পাশাপাশি স্ব স্ব এলাকায় অস্ত্র শস্ত্রের ঝনঝনানি সৃষ্টি করছে।
তাদের কাছে এলাকার সাধারণ বাসিন্দারা জিম্মী হয়ে পড়েছে।
মেজর সিনহা হত্যাকান্ডের পর মাদক বিরোধী অভিযানে পুলিশের নিস্ক্রিয়তাকে কাজে লাগাচ্ছে সুচতুর এসব মাদক ব্যাবসায়ীরা।
সুত্রমতে সীমান্তের মাদক সহ যতসব, অবৈধ কর্মকাণ্ড আছে তা এখনো বিতর্কিত সাবেক এমপি বদি পরিবারের হাতে।
ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করে টেকনাফ নৌ বন্দর তারা এক চেটিয়া নিয়ন্ত্রণ করছে।
কাঠের ব্যাবসার আড়ালে চালিয়ে যাচ্ছে ভয়ংকর মাদক ব্যাবসা।
বিস্তারিত আসছে……..