খুব ক্লান্ত
হাসিনা হারভীয়া
খুব ক্লান্ত আমি, অশান্ত মন
আর এই জীবন বোঝা বইতে
বইতে আজ আমি ভিষণ ক্লান্ত,
আমি কষ্টকে বরণ করে নিয়েছি
তবু ও কেনো দিন দিন বেড়ে যায়
আমার বুকের ক্ষত।
কবে শেষ হবে এই পথ চলা
কবে পাবো অবসান,
আমি সত্যিই বড় ক্লান্ত
কাকে বুঝাবো এই বুকের ভিতরে
কতটা কষ্ট জমতে জমতে আজ
হয়েছে পাথর।
বুকের পাজর ঘুণে খায় সারাক্ষণ
তবুও তো আমি নিশ্চুপ হয়ে রই,
আমার যে নিশ্বাস নিতে ও বড়
কষ্ট হয়, কবে শেষ হবে এই
ক্লান্তিকর জীবন, কবে শেষ হবে
এই পথ চলা। আমি কষ্টকে
বরণ করে নিয়েছি তবে কেনে
এতো ব্যথা।