কক্সবাজার পৌর আওয়ামী লীগের আওতাধীন ১নং ওয়ার্ডের ৩ নং ইউনিটের ৩১সদস্যের পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন দিয়েছে ১নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগ কমিটি।
১নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ কোম্পানি ও সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান শনিবার (৭ অগাস্ট ) এ কমিটির অনুমোদন দেন।
৩১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে নেছার আহমেদকে সভাপতি ও এম. হাসেমকে সাধারণ সম্পাদক করে ১ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগ এ কমিটি অনুমোদন দেয়।
নতুন কমিটিতে ২ জনকে সহ-সভাপতি পদে রাখা হয়েছে। তারা হলেন-মিলন দেবনাথ,শফিক উল্লাহ ।
এছাড়া যুগ্ম সাধারণ পদে ১ জন হলেন-মো: আলম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হোসেন মান্নু, প্রচার সম্পাদক পদে রুবেল কান্তি দে
অর্থ সম্পাদক সুরঞ্জন দাশ, মহিলা সম্পাদক আনজুমান আরা,
ও নির্বাহী সদস্য হলেন শাহাব উদ্দিন মুক্তিযোদ্ধা,শামসু আলম,মো: হোসেন,আব্দুল খালেক,মোশের্দ আলম,মোঃ সিরাজ,সাগর দেব নাথ,রনজিত দাশ,রুপন কন্তি দাশ,বিটন দেব নাথ,সনজিত দাশ,শিমুল জল দাশ,দিল মোহাম্মদ, মোঃ ইউনুস, আব্দু খালেক,আব্দু রাজ্জাক,জসিম উদ্দিন,মোরশেদ,নুর মোহাম্মদ, মোঃ সোলেমান,মোহাম্মদ কামরুল, শহিদুল্লাহকে অনুমোদন দিয়েছেন।
এ বিষয়ে ১নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান বলেন, ‘আশা করি, এই কমিটির নবনির্বাচিত সদস্যরা নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পৌর আওয়ামী লীগকে আরও সুদৃঢ় সংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করবেন।