প্রেস বিজ্ঞপ্তি:
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের নব গঠিত ঈদগাঁও উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও)
পরিদর্শনকালে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি জানান, মাত্র দু’দিনের বর্ষণে নবগঠিত ঈদগাঁও উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পেয়ে আমরা ছুটে এসেছি। এখানে বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এ ভাঙ্গন অব্যাহত থাকলে এ এলাকার দশ হাজারের অধিক মানুষ ক্ষতিগ্রস্থ হবে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ আমরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। বেড়িবাঁধ মেরামত ও নদী ভাঙ্গন রোধ করতে পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আহবান জানান তিনি।