• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবর
সার্চ মানবাধিকার সোসাইটি কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্নযুগ্ম সচিব হলেন কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনঢাকা থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়াহাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণএপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়ারাজনৈতিক হয়রানিমূলক ৬ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের সুপারিশকারাহাসপাতাল এখন ইয়াবা ব্যবসায়ীদের অবকাশ কেন্দ্র, ক্যান্টিনে গলাকাটা বানিজ্যচট্টগ্রামের ভাষায় প্রধান উপদেষ্টার ভাষণে উচ্ছ্বসিত রোহিঙ্গারা ঘরে ফেরার স্বপ্নে বিভোরপ্রানঢাল অভিনন্দন ও শুভেচ্ছাপেকুয়ায় ব্যবসায়ীকে হামলার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারে পাহাড় ধসে ৫ রোহিঙ্গাসহ ৮জনের মৃত্যু!

আব্দুল্লাহ আল সিফাত
আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১

ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ জন ও ঢলের পানিতে ভেসে মোট ১ রোহিঙ্গারসহ ৬ জনে মৃত্যু হয়েছে। এই সময় আরো দুইজন আহত হয়েছে। অপরদিকে টেকনাফ ও মহেশখালী উপজেলায় পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। এতে মোট ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে বালুখালীস্থ ক্যাম্প ১০ ভূমি ধসে মারা গেছে ৫ জন। পালংখালীস্থ ক্যাম্প ১৮ তে পানিতে ভেসে মারা গেছে এক শিশু।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভূমি ধসের এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে নুর বাহার (৩০) শফিউল আলম (১২) দিল বাহার (২৪) আব্দুর রহমান(০৩) আয়েশা ছিদ্দিক (২)।
১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ক’দিন ধরে টানা বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে থাকা ক্যাম্পগুলোতে ধসের ঘটনা ঘটেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদের সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।মো. তারিকুল ইসলাম তারিক জানান, ঘটনার বিষয়ে ক্যাম্প-১০ এর সিআইসিকে অবগত করা হয়েছে। পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরবর্তী কার্যক্রম গ্রহনের প্রক্রিয়া চলমান। এ বিষয়ে পানবাজার পুলিশ ক্যাম্পে জিডি করা হয়েছে। যার নং-৭৯৯।
কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামুদ্দৌজা এর সত্যতা নিশ্চিত করেছেন। এতে অনেকেই আহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, বৃষ্টির কারণে ভূমি ধসের এ ঘটনা ঘটে। একই সঙ্গে বৃষ্টিতে খালে গোসল করতে নেমে পানিতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। ক্যাম্প গুলোতে পাহাড় ধসের মতো দূর্যোগ মোবাবেলায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তারপরও কিভাবে পাহাড় ধসের ঘটনা ঘটেছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে, পৃথক পাহাড় ধসে মহেশখালীতে মারা গেছেন এক কিশোরী। পাহাড় ধসকালে ঘুমন্ত অবস্থায় এ কিশোরীর মৃত্যু হয়। মঙ্গলবার (২৭ জুলাই) ভোররাতে ছোট মহেশখালী উত্তর সিপাহীর পাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত কিশোরীর মোরশেদা আক্তার (১৪) স্থানীয় আনছার হোসেনের মেয়ে।
ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াদ বিন আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে, টেকনাফের হোয়াইক্যংয়ে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে পাহাড় ধসে রকিম আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি মনিরঘোনা গ্রামের মৃত আলী আহমদের পুত্র।
বাড়িতে অবস্থানকালে হঠাৎ পাহাড় ধসে তিনি আহত হন। উদ্ধার করে বালুখালি তুর্কি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ এরফানুল হক চৌধুরী, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মাহামুদুল হাসান মাহবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাহাড় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ চৌধুরী।
তিনি জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ সহায়তা করা হবে। পাশাপাশি ঝুঁকিপ্রবণ এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে বলা হচ্ছে।

এইদিকে গত সোমবার বিকাল থেকে কক্সবাজার জেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বাঁকখালী ও মাতামুহুরী এবং ঈদগাহ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নিরাপদ আশ্রয়ে ছুটছেন দুর্ভোগে পড়া লোকজন।
কক্সবাজার সদর, ঈদগাও,
রামু, চকরিয়া ও পেকুয়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পাঁচ উপজেলার ৩০টি ইউনিয়নের শতাধিক গ্রাম পাহাড়ি ঢল ও বন্যার পানিতে তলিয়ে গেছে। করোনা সংক্রমণের কারনে দেশব্যাপী লকডাউনের কারনে হঠাৎ করে পাহাড়ি ঢলের বন্যায় মহা দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকার মানুষ।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে টানা বর্ষণে কক্সবাজার সদরের পিএমখালী, পোকখালী, ভারুয়াখালী, গোমাতলী, ঈদগাঁও, ইসলাম, পেকুয়া, টেকনাফ, চকরিয়া, উখিয়ার জালিয়াপাড়া, ইনানী, টেকনাফের সাবরাং, হ্নীলা, হোয়াইক্যং, মহেশখালী, কুতুবদিয়ার নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ না থাকায় এসব গ্রামে ঢুকছে জোয়ারের পানি।

কক্সবাজারের ঈদগাঁও নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে বেড়িবাঁধের বেশ কয়েকটি পয়েন্ট।

পোকখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রফিক আহমদ জানিয়েছেন, মধ্যম পোকখালী এলাকার নাছির মৌলভীর বাড়ী সংলগ্ন বেড়িবাঁধের ২শ ফুটেরও অধিক অংশ ভেঙ্গে গিয়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। ইউনিয়নের পরিষদ সংলগ্ন প্রধান সড়কটিও ২/৩ ফুট পানির নিচে নিমজ্জিত রয়েছে।
ইসলামাবাদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও কক্সবাজার সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ জানান, বন্যায় ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম জানান, পরিষদ ভবনটি ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া ১ নং ওয়ার্ডের প্রায় পরিবার ২/৩ ফুট পানির নিচে নিমজ্জিত রয়েছে। চরম ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে ঈদগাঁও ইদগড় সড়কের কানিয়াছড়া পয়েন্ট। যেকোন মুহুর্তে বেড়িবাঁধ ভেঙ্গে ঈদগাঁওর সাথে ইদগড়ের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে তিন আশংকা প্রকাশ করেন।


আরো বিভন্ন নিউজ দেখুন