• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার সার্চ মানবাধিকার সোসাইটির পক্ষে বিশ্ব মানবাধিকার দিবস পালিতকক্সবাজার থানা পুলিশের অভিযানে চাকুসহ ৫ ছিনতাইকারী আটকসাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেবে বিএমএসএফআইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলমনতুন আইজিপি বাহারুল আলমবাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস : স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সশস্ত্র বাহিনীর কোনো বিকল্প নেইদৈনিক সাঙ্গু ও একজন স্বপ্নসফল সম্পাদক কবির হোসেন সিদ্দিকীউত্তর কুতুবদিয়া পাড়ায় আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকাসিফাত উদ্দিন উখিয়ার এবং বিমল চাকমা ঈদগাঁও’র নতুন ইউএনওনাজিম উদ্দিন কুতুবীকে বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার প্রদান:কক্সবাজারবাণী পরিবারের অভিনন্দন

পরমাণু সমঝোতা: ইরান যথেষ্ট মূল্য দিয়েছে, এখন আমেরিকার পালা

অনলাইন ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ইরান বলেছে, আমেরিকাসহ অন্য কোনও দেশ যখন পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেনি তখন এই সমঝোতা রক্ষা করতে তেহরানকে চড়া মূল্য দিতে হয়েছে। কাজেই এখন এই সমঝোতা পুনরুজ্জীবনের জন্য আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান।

তিনি বলেন, পরমাণু সমঝোতা সংক্রান্ত নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়নে ইরান সব সময় সদিচ্ছার পরিচয় দিয়েছে। কিন্তু আমেরিকা তিন বছরেরও বেশি সময় আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে এবং ইউরোপীয় দেশগুলিও এই প্রস্তাব বাস্তবায়ন করতে পারেনি। কাজেই এখন কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকেই এই সমঝোতা পুনরুজ্জীবনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তাখতে রাভাঞ্চি বলেন, আমেরিকাকে ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। সেইসঙ্গে মার্কিন সরকারকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে, সে আবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না বা অন্য কোনও কূটকৌশলের আশ্রয় নিয়ে ইরানকে এই সমঝোতার সুবিধাগুলো ভোগ করা থেকে বঞ্চিত রাখবে না।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলো যে উচ্চবাচ্য করছে সে সম্পর্কে ইরানি রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্ষেপণাস্ত্র একটি প্রচলিত অস্ত্র যা তৈরি করতে বাধা দেওয়ার অধিকার কারও নেই। এছাড়া, নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের কোথাও বলা হয়নি যে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাতে পারবে না।


আরো বিভন্ন নিউজ দেখুন