ফরিদুল মোস্তফা খান :
কক্সবাজারের চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে বসতঘরে মারা গেছে একই পরিবারের তিন শিশু।
সোমবার দিবাগত রাত বারটার দিকে এঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো জাহেদুল ইসলাম (১২),মিম আকতার (১০) মিতু মনি (৮)।
পুড়েব গেছে সেমিপাকা বাড়িটি।
জানাগেছে, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং সাবান ঘাটা এলাকায় কাঠমিস্ত্রী জাকের হোসেনের বসতঘরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে মুহূর্তেই পুড়ে গেছে বসতবাড়িটি।