কর্ণফুলী নদীতে ট্যাংকারের ধাক্কায় কুতুবদিয়ার নিত্যপ্রয়োজনীয় বোঝায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের লাশ মিলেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দিকে দূর্ঘনাস্থ এলাকায় আনোয়ারা উপকূলে মো. কাসেমের লাশ ভেসে ওঠে বলে নিহতের পারিবারিক সূত্র জানায়। একই দিন দুপুর ৩টায় দূর্ঘটনাস্থ থেকে কিছুটা দূরে মো. সাজুল করিমের লাশ পাওয়া যায় বলে জানান তার ভাতিজা আব্দুল নাঈম। বৃহস্পতিবার রাত ৮টায় নিজ নিজ এলাকায় দুজনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
অপর দিকে একই সাথে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ব্যবসায়ী মো. হোছাইন এখনও নিখোঁজ রয়েছেন। ট্রলারের হসিদও নেই বলে জানা যায়। এ দুর্ঘটনায় নিখোঁজ মো. হোছাইনকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
উল্লেখ, গত সোমবার ভোর সাড়ে ৪টায় ট্যাংকারের ধাক্কায় কুতুবদিয়ার নিত্যপ্রয়োজনীয় বোঝায় ট্রলাটি ডুবে যায়।