• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবর

মাতার বাড়ীতে বেড়িবাঁধ ভেঙে কৃষকের ফসল নষ্ট

কক্সবাজারবানী’র সাথে থাকুন
আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

মাতারবাড়িতে বেড়িবাঁধ ভেঙে কৃষকদের ফসল নষ্ট হয়ে গেছে।
এম.মোজাম্মেল হক।
—————————
মাতার বাড়িতে বৈরি আবহাওয়ায় সতর্ক সংকেতের পাশাপাশি সাগর উত্তাল রয়েছে।এরই মধ্যে গত কয়েকদিন ধরে অমবশ্যা জোয়ার ও অতিবৃষ্টিতে সাগরের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে।যার কারণে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের পশ্চিমে বেড়িবাঁধে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে।ক্ষতি হয়েছে অনেক ঘরবাড়ি ধান চাষ সহ বিভিন্ন জিনিসপত্র।ঢেউয়ের আঘাতে তলিয়ে যাচ্ছে জিওব্যাগ, তছনছ হচ্ছে বেড়িবাঁধ রাস্তা, হুমকির মুখে পড়েছে আমন ধানের চাষাবাদ।

খোঁজ নিয়ে জানা গেছে- মাতারবাড়ি ইউনিয়নের নয়া পাড়া, সাইট পাড়া, পশ্চিম তিতা মাঝির পাড়া, মিয়াজীর পাড়া, বলির পাড়াসহ বিভিন্ন গ্রামের প্রায় ৭ থেকে ১০ হাজার মানুষ বেড়িবাঁধের পাশে জোয়ারের পানির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বসবাস করে আসছেন।যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে ঘরবাড়ি উপড়ে গেলেও অন্য কোথাও বসবাসের সুযোগ না থাকায় বেড়িবাঁধের পাশেই তারা বসবাস শুরু করেন।

এদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে তড়িঘড়ি করে ভাঙা বেড়িবাঁধের অংশে জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণ করার কাজে অনিয়মের অভিযোগ রয়েছে, এসব অভিযোগ তুলছেন এলাকাবাসীরা।

মহেশখালীর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি তার ফেসবুক পেইজে লিখেছেন পূর্ণিমার অতিরিক্ত জোয়ারে মাতারবাড়ি ও কুতুবদিয়ায় যে সমস্ত বেড়িবাঁধ ও এলাকাগুলি প্লাবিত হয়েছে আগামীকালকের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করবেন।


আরো বিভন্ন নিউজ দেখুন