০৫ আগষ্ট শনিবার বিকাল পাঁচটায় কক্সবাজার সাহিত্য একাডেমির ৫১৬ তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয় কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে। একাডেমির সভাপতি লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি ও অনুবাদক রুহুল কাদের বাবুল। কালজয়ী লেখক আহমদ ছফার জীবন ও সাহিত্য নিয়ে আলোচনার সূত্রপাত করেন একাডেমির সহসম্পাদক কবি ও গল্পকার সোহেল ইকবাল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যথাক্রমেঃ কবি মুহম্মদ বাকের এডভোকেট, কবি ও ছড়াকার নুরুল আলম হেলালি। অতিথি হিসাবে উপস্থিত থেকে একাডেমির কার্যক্রমকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কারা নির্যাতীত সাংবাদিক, কক্সবাজার বাণী সম্পাদক ফরিদুল মোস্তফা।
কবিকন্ঠে কবিতা পাঠ করেন যথাক্রমেঃ কবি মুহম্মদ নূরুল ইসলাম, কবি রুহুল কাদের বাবুল, কবি হাসিনা চৌধুরী লিলি, কবি সোহেল ইকবাল, কবি শফিউল আলম শফি, কবি নুরমোহাম্মদ এডভোকেট, কবি খায়রুল ইসলাম আদিব এবং কবি লিপিকা ইয়াসমিন লাকী। সংগীত পরিবেশন করেন কবি ও ছড়াকার নুরুল আলম হেলালি। আসর শেষে কালজয়ী লেখক আহমদ ছফার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কবি নুরুল আলম হেলালি।