বলিউডে চলতি বছর শুরু হয়েছে ব্লকবাস্টার ছবির মাধ্যমে। ‘পাঠান’-এর সৌজন্যে প্রেক্ষাগৃহে ফিরেছেন দর্শক। বক্স অফিসে ব্যবসার অঙ্কেই মিলেছে তার প্রমাণ। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে যশরাজ ফিল্মসের ‘পাঠান’। ‘পাঠান’-এর পর এ বার ‘টাইগার ৩’-এর তোড়জোড় ওয়াইআরএফের। ‘পাঠান’-এর পর ‘টাইগার ৩’ ছবিতেও এক ফ্রেমে ধরা দিতে চলেছেন শাহরুখ খান ও সলমন খান। শাহরুখ ও সলমনের যুগলবন্দি প্রেক্ষাগৃহে মন টেনেছিল দর্শক ও দুই তারকার অনুরাগীদের। সিনেপর্দার কর্ণ-অর্জুন জুটির সেই জনপ্রিয়তাকেই আরও এক বার কাজে লাগাতে আগ্রহী যশরাজ কর্তা আদিত্য চোপড়া। পাশাপাশি, ‘পাঠান’ ও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির ছবির সাফল্যের ফলে অ্যাকশন ঘরানার দিকেই আজকাল বেশি ঝুঁকছে ওয়াইআরএফ। তা ছাড়াও, ‘টাইগার’ যশরাজের প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজ়ি। এর আগের দু’টি ছবি বেশ ভালই সাড়া জাগিয়েছিল দর্শকমহলে। ছবির ঝলক প্রকাশ পাওয়ার আগেই তাই ‘টাইগার ৩’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। কবে মুক্তি পাবে সলমনের ছবির প্রথম ঝলক?